ডিজিটাল ফেইসবুক পেজ ডাকাতি

প্রকাশঃ সেপ্টেম্বর ১৯, ২০১৬ সময়ঃ ৬:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৯ অপরাহ্ণ

hhh

টোয়েন্টিফোর লাইভ নিউজপেপারের প্রকৃত ফেসবুক পেজ বন্ধ করে দিয়ে ভুয়া পেজকে ভ্যারিফাই করার ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া হয়েছে আসল ফেসবুক পেজের প্রায় ৩৯ লাখ লাইক।

মূলত টোয়েন্টিফোর লাইভ নিউজপেপার (24livenewspaper.com) একটি সংবাদভিত্তিক ওয়েবসাইট। ২০১১ সালে প্রতিষ্ঠিত ওয়েবসাইটটি পরবর্তী বছর ফেসবুক ফ্যান পেজ খোলে facebook.com/24livenewspaper। কয়েক বছর ধরে ঐ ফ্যান পেজে ৩৯ লাখের বেশি লাইক পড়ে। তবে গত শুক্রবার সকাল থেকেই ফ্যানপেজটি বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, কিছু লোক একই নামে একটি ফেসবুক পেজ খুলে তা ভ্যারিফাই করেছে। ফেসবুক কর্তৃপক্ষ প্রকৃত ফ্যান পেজের সব লাইক ভুয়া পেজকে দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভুয়া পেজেও শুরুতে আসল পেজের প্রোফাইল পিকচার, কাভার ফটো ও ওয়েবসাইটের লিংক ব্যবহার করা হয়। ভ্যারিফাই হওয়ার পর সবকিছূ পরিবর্তন করা হয়। ভুয়া পেজটির ইউআরএলও দুইবার পরিবর্তন করা হয়েছে। প্রথম ইউআরএল ছিল www.facebook.com/newsbd241। পরে তা বদলে করা হয় www.facebook.com/bangladesh24live। ভুয়া পেজটিতে নিজেদের পোর্টাল হিসেবে এ পর্যন্ত অন্তত চারটি ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করা হয়েছে। কিন্তু কোনোটিতেই ঢোকা যাচ্ছে না।
ভুয়া অথচ ভ্যারিফাইড পেজটিতে কোনো ঠিকানা বা ফোন নম্বর না থাকায় কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ফেসবুক পেজ ছিনিয়ে নেওয়ার ঘটনায় মোহাম্মদ জামাল উদ্দিন গতকাল শনিবার ধানমণ্ডি মডেল থানায় একটি জিডি করেছেন, যার নম্বর ৬৫৩। এ ছাড়া আইসিটি অ্যাক্টে মামলা করা হবে বলেও জানান জামাল উদ্দিন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G