ডিসেম্বরে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু হতে পারে

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০২৫ সময়ঃ ৯:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

আসছে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন

হাইকমিশনার জানান, ইরানের মহান এয়ার ঢাকা ও করাচির মধ্যে তিনটি ফ্লাইট চালানোর পরিকল্পনা করছে। এতে দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে তিনি আরও জানান, দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এলসিসিআই ও বাংলাদেশ অনারারি কনস্যুলেটের সুপারিশে তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা দেওয়া হচ্ছে, যা ভ্রমণকে আরও দ্রুত ও সহজ করবে।

বাণিজ্যিক সম্ভাবনার প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস পাঠাতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাক খাতেও সহযোগিতার সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে সরাসরি কার্গো পরিবহন সেবা চালুর পরিকল্পনাও চলছে। গত বছরের ডিসেম্বরে কার্গো পরিবহন শুরু হলেও চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবার সরাসরি সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষাক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের একটি প্রতিনিধিদল শিগগির বাংলাদেশ সফর করবে। ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নিয়ে গঠিত এই দলের লক্ষ্য হবে বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী করা।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G