নিজস্ব প্রতিবেদক:
‘প্যাশন ফর ফ্যাশন’ শিরোনাদের ফ্যাশন শো’তে অংশগ্রহণের জন্য ১৩মে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ইভেন্ট কোম্পানি দ্য প্ল্যাটফর্ম – এর আয়োজনে শুক্রবার রাজধানীর বসুন্ধরার গোলনকশা হলে অনুষ্ঠিত হবে এই ফ্যাশন শো।
সানজিদা হক আরেফিন লুনার কোরিওগ্রাফিতে বিভিন্ন ফ্যাশন হাউজের ১৫টি কিউ দিয়ে সাজানো হবে এবারের শো।
আয়োজকরা জানান, এ আয়োজনে অংশ নিতে ১৩মে সকালে ঢাকায় আসবেন শিল্পা শেঠি। বিকেল ৩টায় হোটেল লা-মেরিডিয়ানের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এরপর সন্ধ্যায় তিনি উপস্থিত হবেন ফ্যাশন শোতে।
দ্য প্ল্যাটফর্মের ব্যবস্থাপনা পরিচালক সানজিদা হক আরেফিন লুনা বলেন,‘দেশীয় পোশাককে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তুলতে আমাদের এই প্রয়াস। বলিউড তারকা শিল্পা শেঠি আমাদের পাশে থাকায় এই আয়োজন বর্ণাঢ্য হয়ে উঠবে বলে আশা করি।’
উল্লেখ্য শিল্পা ছাড়াও এই আয়োজনে অংশ নেবেন দেশের আলোচিত ফ্যাশন মডেল ইমি, হিরা, মারিয়া, মিলি, রাইয়া, ঈশাসহ আরোও অনেকে।