তাজুলসহ ৫ নেতার বিরুদ্ধে আদেশ ২০ এপ্রিল

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ৭:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

traibbunalএটিএম আজহারুল ইসলামের রায়ের পর তার আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে এবং জামায়াত-শিবিরের ৫ নেতার বিরুদ্ধে হরতালের মাধ্যমে আদালত অবমাননার অভিযোগ বিষয়ে আদেশের দিন আগামী ২০ এপ্রিল ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

অ্যাডভোকেট তাজুল ইসলাম ছাড়া জামায়াতের ৫ নেতা হলেন- জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, শিবিরের সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।

এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে শুনানি করেন প্রসিকিউটর তাপস কান্তি বল।

অভিযোগ আমলে না নেয়ার বিষয়ে জামায়াত নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী মশিউজ্জামান। আইনজীবী তাজুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী তারিকুল ইসলাম এবং গাজী এমএইচ তামিম।

পরে উভয় পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২০ এপ্রিল সোমবার দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত বছরের ৩০ ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। এ রায়ের প্রতিবাদে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি দু’দিনের হরতাল ডাকে জামায়াত।

রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী তাজুল ইসলাম বলেন, ‘একাত্তরে পাকিস্তানি সেনাদের সঙ্গে ট্রেন থেকে আজহারকে নামতে যে তিনজন দেখেছেন বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন, তাদের কেউ দেখেছেন ৬ কিলোমিটার দূর থেকে, কেউ ৩ কিলোমিটার ও আবার কেউ দেখেছেন দেড় কিলোমিটার দূর থেকে। এসব সাক্ষ্যের মাধ্যমে মৃত্যুদন্ড ঘোষণা করা ‘অষ্টম আশ্চর্যজনক ঘটনা’ বলে আমরা মনে করি।’
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G