দিনাজপুরের ভ্যানচালকের মেয়ে জিপিএ-৫ পেয়েছে

প্রকাশঃ মে ১০, ২০১৭ সময়ঃ ১:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলার খানসামায় ভ্যান চালকের মেয়ে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছে।

জানা যায়, উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের পূর্বহাসিমপুর গ্রামের পালোয়ান পাড়ার ভ্যান চালক ওবায়দুর রহমানের কন্যা নাজমুন আরা সুবর্ণা। দুই সন্তানের মধ্যে সুবর্ণা বড়। সে ২০১৭ সালের হাসিমপুর আওকড়া মসজিদ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ভ্যান চালক পিতার উপার্জন আর মায়ের হাঁস-মুরগি পালন করা অর্থে চলা সংসারে শত কষ্ট থাকলে অভাব-অনটনকে পাত্তা দেয়নি সুবর্ণা। সে তার ভবিষ্যত আলোকিত করতে পড়া লেখার সাথে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে। তার পড়ালেখার প্রতি এতো আগ্রহ দেখে বিদ্যালয়ের শিক্ষকরা সহায়তার হাত বাড়িয়ে দেন।

সুবর্ণা ২০১৪ সালে ঐ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত হয়। এছাড়াও ২০১৬ সালে উপজেলা মেধা অন্বেষণে অংশ গ্রহণ করে প্রথম স্থান এবং একই সালে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে। তার অদম্য ইচ্ছাশক্তি ও প্রতিভা দেখে উপজেলা প্রশাসন পড়া লেখার খরচ চালাতে নগদ অর্থ প্রদান করেন।

সুবর্ণার ইচ্ছা সুশিক্ষিত হয়ে স্কুল শিক্ষক হওয়া। সে লক্ষ্য অর্জন করতে সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে পড়া লেখা করতে চায়। তার মা-বাবা মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কথা চিন্তা করে সাধ্যমত সহযোগিতা করছে। তার ছোট বোন মোবাশ্বিরা ইতি একই বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে অধ্যয়ন করছে।

এ বিষয়ে সূর্বণার বাবা ওবায়দুর রহমান জানান, মেয়ের ইচ্ছাশক্তি আমাদেরকে আশার আলো দেখাচ্ছে ।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল হক চৌধুরী জানান, মেয়েটির পারিবারিক অবস্থা ভালো নয় তবে তার পড়া লেখা ভালো। আমরা তার জীবনে সফলতার জন্য সাধ্যমতে সহযোগিতা করব।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G