দ্রুত বদলে নিন আপনার পাসওয়ার্ড

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৬ সময়ঃ ৪:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৪ অপরাহ্ণ

gghhhgপাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসপ্ল্যাশডাটা গত বছরের সবচেয়ে প্রচলিত ২৫টি পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে। এই পাসওয়ার্ডগুলো ব্যবহার করতে নিষেধ করেছেন এসপ্ল্যাশডাটা গবেষকেরা।

গবেষকেরা বলেছেন, গত বছর ফাঁস হওয়া পাসওয়ার্ডের মধ্যে থেকে ২০ লাখ পাসওয়ার্ড নিয়ে গবেষণা করে দেখা গেছে যে, বরাবরেই মতো ‘১২৩৪৫৬’ ও ‘পাসওয়ার্ড’ শব্দটি পাসওয়ার্ড হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তাই এই দু’টি পাসওয়ার্ড ব্যবহার সবচেয়ে বিপজ্জনক।

তারা আরো বলেছেন, তালিকায় যে ২৫টি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এর মধ্যে যদি কারও পাসওয়ার্ড থেকে থাকে, তবে তা জরুরি ভিত্তিতে বদলে ফেলা উচিত। কারণ, এতে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে।

জনপ্রিয় ২৫ পাসওয়ার্ডঃ

১.১২৩৪৫৬
২. পাসওয়ার্ড
৩.১২৩৪৫৬৭৮
৪. কোয়ার্টি
৫.১২৩৪৫
৬. ১২৩৪৫৬৭৮৯
৭. ফুটবল
৮.১২৩৪
৯. ১২৩৪৫৬৭
১০. বেসবল
১১. ওয়েলকাম
১২.১২৩৪৫৬৭৮৯০
১৩. এবিসি ১২৩
১৪.১১১১১১
১৫. ১ কিউএজেড২ ডব্লিউএসএক্স
১৬. ড্রাগন
১৭. মাস্টার
১৮. মাঙ্কি
১৯. লেটমিইন
২০. লগইন
২১. প্রিন্সেস
২২. কোয়ার্টিইউআইওপি
২৩. সোলো
২৪. পাসজিরোওয়ার্ড
২৫. স্টারওয়ার্স

গবেষকেদের মতে, পাসওয়ার্ড কমপক্ষে ৮ অক্ষরের এবং জটিল হওয়া উচিত। অক্ষর, সংখ্যা, চিহ্ন মিলিয়ে একেক ওয়েবসাইটের জন্য একেক রকম পাসওয়ার্ড হওয়া উচিত।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G