নিয়ম অনিয়মে চলছে ইউপি নির্বাচন
প্রতিক্ষণ ডেস্ক:
প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনের ভোট গ্রহণ নিয়ম অনিয়মের মধ্যদিয়ে চলছে।দেশের ভিভিন্ন কেন্দ্রে অনিয়ম, ভোট কেন্দ্র দখল, ভোট শুরুর আগেই সিল মারাসহ ননা অনিয়মের অভিযোগের মধ্যদিয়ে ভোটগ্রহণ চলছে। কোন বিরতী ছাড়াই বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সারিয়াকান্দীতে বিএনপির এজেন্টদের মেরে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছে স্থানীয় বিএনপি সমর্থীত প্রর্থীরা। মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুমিল্লায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছে।
চরফ্যাশন ও মনপুরায় ৮টি ইউনিয়নের সব কটি কেন্দ্র দখল করে নৌকায় সিল মারার অভিযোগ অসেছে আওয়ামী লীগ সমর্থীত কর্মীদের বিরুদ্ধে। লক্ষ্মীপুরের কমলনগরে প্রিজাইডিং অফিসারের সামনে জোর করে জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া বরিশালের রায়পাশায় বাক্সসহ ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সাতক্ষীরায় ১৫টি কেন্দ্রের ভোটগ্রহণ। নোয়াখালীর একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্ট গুলিবিদ্ধ হয়েছে।
প্রতিক্ষণ/এডি/কেএইচ












