WordPress database error: [Disk full (/tmp/#sql_1df056_0.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SELECT COLUMN_NAME FROM INFORMATION_SCHEMA.COLUMNS WHERE table_name = 'sdsaw42_hsa_plugin' AND column_name = 'hsa_options'


Warning: mysqli_num_fields() expects parameter 1 to be mysqli_result, bool given in /var/www/vhosts/protikhon.com/httpdocs/wp-includes/wp-db.php on line 3547

WordPress database error: [Duplicate column name 'hsa_options']
ALTER TABLE sdsaw42_hsa_plugin ADD hsa_options VARCHAR(2000) NOT NULL DEFAULT ''

পাঁচ বিলিয়নেয়ার তরুণের কথা পাঁচ বিলিয়নেয়ার তরুণের কথা

পাঁচ বিলিয়নেয়ার তরুণের কথা

প্রকাশঃ সেপ্টেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ১১:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ফোর্বস ম্যাগাজিন ধনী ব্যক্তিদের তালিকা তৈরির জন্য সুপরিচিত ৷ তরুণ বিত্তশালীদের নিয়েও তালিকা তৈরি করে তারা ৷ ছবিঘরে থাকছে এমনই পাঁচজন তরুণ সম্পদশালীর কথা৷

মার্ক সাকারবার্গkotipoti 1

তাঁকে কে চেনেন না? ফেসবুকের নাম কে শোনেননি? ৩১ বছর বয়সি ফেসবুকের এই প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ৩৩.৪ বিলিয়ন ডলার৷ তাই তিনি যে শুধু সবচেয়ে ধনী তরুণ তাই নন, বিশ্বের সবচেয়ে বিত্তশালীদের তালিকায় তাঁর নাম পাওয়া যাবে ১৬ নম্বরে৷

ডাস্টিন মস্কোভিৎসkotipoti 2]

ফেসবুক প্রতিষ্ঠার সময় ছিলেন সাকারবার্গের সঙ্গে৷ এমনকি ২০০৮ সাল পর্যন্ত পুরোপুরি ফেসবুক কোম্পানিতেই ছিলেন৷ এরপর বের হয়ে ‘আসানা’ নামের আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন৷ ই-মেল ছাড়াই টিমওয়ার্ক চালানোর ওয়েব ও মোবাইল অ্যাপ আসানা৷ ফেসবুকে এখনও কিছু শেয়ার আছে মস্কোভিৎসের৷ সাকারবার্গের চেয়ে আট দিনের ছোট মস্কোভিৎসের সম্পদের পরিমাণ ৭.৯ বিলিয়ন ডলার৷ সাকারবার্গের মতোই হার্ভার্ডে পড়াশোনা শেষ না করা মানুষ তিনি৷

এলিজাবেথ হোমসkotipoti 3

চাচা মারা যান ক্যানসারে৷ সেই থেকে রক্ত পরীক্ষা নিয়ে তাঁর কাজ শুরু৷ ১৯ বছর বয়সে স্ট্যানফোর্ডে পড়ার সময় ‘থেরানোস’ নামের কোম্পানি গড়ে তোলেন হোমস৷ তাঁর কোম্পানি কম খরচে ও অল্প সময়ে রক্ত পরীক্ষার প্রযুক্তি উদ্ভাবন করেছে৷ ৩১ বছর বয়সি হোমসের সম্পদের পরিমাণ ৪.৫ বিলিয়ন ডলার৷

ইভান স্পিগেলkotipoti 4

স্ন্যাপচ্যাট ব্যবহার করেন অনেকেই৷ স্পিগেল এই অ্যাপের অন্যতম প্রতিষ্ঠাতা৷ ২০১১ সালে তৈরি করা অ্যাপটি প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন মানুষ ব্যবহার করে৷ যুক্তরাষ্ট্রের স্মার্টফোন ব্যবহারকারীর প্রায় ৬০ শতাংশের মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করা আছে৷ ফোর্বসের হিসেব অনুযায়ী, স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট ২৫ বছর বয়সি স্পিগেলের সম্পদের পরিমাণ দেড় বিলিয়ন ডলার৷

ববি মার্ফিkotipoti 5

স্ন্যাপচ্যাটের আরেক প্রতিষ্ঠাতা ববি মার্ফি৷ তিনিও (ডান) স্ট্যানফোর্ডের গ্র্যাজুয়েট৷ বয়স ২৭৷ স্পিগেলের মতোই তাঁরও সম্পদের পরিমাণ ১.৫ বিলিয়ন ডলার৷

সূত্রঃ ডয়েচে ভেলে

 


সবাই যা পড়েছ

কম বয়সী নারী বিলিয়নিয়ার

রোয়ান থেকে মি. বিন

জার্মানরা বলবে আমি ইহুদী!

পাঁচ রহস্যজনক ভারতীয় মন্দির

পশুর পরিবর্তে সন্তান কোরবানিঃ সাংসদ


 

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G