পিকআপ খাদে পড়ে নিহত ৮
প্রতিক্ষণ ডেস্কঃ
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেলতলী এলাকায় বাসের ধাক্কায় পিকআপ খাদে পড়ে আটজনের মৃত্যু হয়েছে,আহত হয়েছেন আর অন্তত ১২ জন।মঙ্গলবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (কোতোয়ালি) মো. আবদুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যাত্রীবোঝাই একটি পিকআপ শহরতলির বেলতলী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস ওটিকে ধাক্কা দেয়।
এতে পিকআপটি পাশের খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
কোতোয়ালি থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।
“আহত ১৫ জনকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।”
হতাহতরা সবাই পিকআপের যাত্রী। তারা ঈদ করতে রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যাচ্ছিলেন বলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া










