পুণরায় স্থাপিত হলো ‘মান্না’ স্মৃতিফলক

প্রথম প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ৯:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৭ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

mannaজল ঘোলার করার পর পুণরায় প্রয়াত চিত্রনায়ক মান্নার নামেই স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। ১৪ এপ্রিল, বিএফডিসির ডিজিটাল কমপ্লেক্সের ডানপাশে এ স্মৃতিফলকটি নতুন করে লাগানো হয়।

গত ৩ এপ্রিল, জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে নব নির্মিত এ ভবনটির উদ্বোধন করা হয়। কিন্তু নামফলক থেকে মান্নার নামটি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছিল। এমন কি মান্নার নামে যে নাম ফলক ছিল তাও মুছে ফেলা হয়েছিল।

তবে ২০০৮ সালে তৎকালীন তথ্যসচিব জামিল ওসমান এবং বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আ ন ম বদরুল আমিন বেশ অয়োজন করেই মান্না ডিজিটাল ভবনের উদ্বোধন করেছিলেন।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি, জনপ্রিয় চিত্রনায়ক মান্না মৃত্যুবরণ করেন। তখন মান্নার স্মৃতি সংরক্ষণের জন্য বিএফডিসিতে নির্মিত ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স মান্নার নামে করার প্রস্তাব দেয়া হয়। তারপরই নব নির্মিত সেই ভবনে ‘মান্না ডিজিটাল কমপ্লেক্স’ শিরোনামে একটি নামফলক স্থাপন করা হয়।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G