পুরান ঢাকার বংশালে ভবনের রেলিং ধসে নিহত ৩
প্রতিক্ষণ ডেস্ক

পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে একটি আটতলা ভবনের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ নিশ্চিত করেছেন।
নিহতদের একজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম। তিনি পরিবারসহ কসাইটুলিতেই থাকতেন। ঘটনাস্থলে রাফিউলের মা নুসরাত আহত হন। অস্ত্রোপচারের পরও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহত অন্য দুইজন হলেন আব্দুর রহিম (৪৮) এবং তার ১২ বছর বয়সী ছেলে মেহরাব হোসেন রিমন। তিনজনের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এএসআই জাকারিয়া হোসেন নয়ন।
মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় আহত আরও ১০ জন চিকিৎসাধীন আছেন।
মরদেহ শনাক্তের পর স্বজনদের কান্নায় হাসপাতাল এলাকা শোকাহত হয়ে ওঠে।










