প্রবাসীদের নিয়ে “অজ্ঞাতনামা” বানাবেন তৌকীর

প্রথম প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৫ সময়ঃ ৭:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২০ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

1427993567সুমন ইউসুফ তৌকীর আহমেদ তাঁর চার নম্বর ছবি “অজ্ঞাতনামা”র কাজ শুরু করছেন।

বৃহস্পতিবার পরিচালক তৌকীর জানান, ছবির শুটিং শুরু হবে মে মাসের মাঝামাঝি। এরই মধ্যে ছবি তৈরীর সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।

আর আগামী সপ্তাহে ছবিটি তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

কিন্তু অজ্ঞাতনামা ছবিতে কে কে অভিনয় করবেন, এ ব্যাপারে পুরো বিষয়টি একটু চমক হিসেবেই রাখতে চান পরিচালক তৌকির আহমেদ।

তৌকীর জানান, অমর একুশে গ্রন্থমেলায় বই আকারে বেরিয়েছে অজ্ঞাতনামা। ‘শুরুতে ভেবেছিলাম অজ্ঞাতনামা হবে মঞ্চনাটক। পরে তা নিয়ে চলচ্চিত্র তৈরির সিদ্ধান্ত নেয়া হয়।’

ছবির গল্প সম্পর্কে তিনি জানান, বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যে কাজ করে। সেই সাধারণ মানুষের জীবনের একটি অধ্যায় এই ছবিতে তুলে ধরা হবে।

উল্লেখ্যযে, তৌকীর সর্বশেষ তৈরি করেন জয়যাত্রা (২০০৪), রূপকথার গল্প (২০০৬), দারুচিনি দ্বীপ (২০০৭) ছবিটি।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G