ফিফা নির্বাচন বয়কট ফিগোর

প্রথম প্রকাশঃ মে ২২, ২০১৫ সময়ঃ ৪:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

LuisFigoফিফার সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক পর্তুগীজ ফুটবলার লুইস ফিগো। বৃহস্পতিবার এমন ঘোষণা দেন সাবেক এই ফুটবলার।

বৃহস্পতিবার নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশনের সভাপতি মাইকেল ভ্যান প্রাগ ফিফা সভাপতির নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন লুইস ফিগো।

তিনি জানান, এমন নির্বাচনে তিনি অংশ নেবেন না, যেটাকে সভাপতির নির্বাচন বলা হচ্ছে। এছাড়া, আগামী ২৯ মে অনুষ্ঠিত ফিফার সভাপতি নির্বাচন সুষ্ঠু হবে না বলেও দাবি করেন ফিগো। আর এজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ফিগো সরে দাঁড়ানোতে সেপ ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকলেন আলি বিন আল-হুসেইন। ২০৯টি সদস্য দেশের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন ফিফার নতুন সভাপতি।

এবারের ফিফা নির্বাচন ব্ল্যাটার-যুগের অবসান ঘটাতে পারে বলে অনেকের ধারণা। সে তালিকায় আছেন নির্বাচন থেকে সরে দাঁড়ানো ফন প্রাগও। ডাচ ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সমর্থন দিচ্ছেন প্রিন্স আলীকে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G