বাবার আদেশে শরীরে ট্যাটু করেননি আলভারেজ

প্রথম প্রকাশঃ নভেম্বর ১০, ২০২৫ সময়ঃ ১:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

আর্জেন্টিনা দল বা বিশ্ব ফুটবলে তাকালেই দেখা যায়, বেশিরভাগ ফুটবল তারকার শরীরেই নানা রকম ট্যাটু। লিওনেল মেসির হাত, পা ও পিঠে ট্যাটুর ছড়াছড়ি। কিন্তু একই দলের অন্যতম তারকা জুলিয়ান আলভারেজের শরীরে নেই কোনো ট্যাটু। এ সিদ্ধান্তের পেছনে রয়েছে তার বাবার প্রভাব ও শৈশবের শিক্ষা।

ফরাসি দৈনিক লে’কিপ–কে দেওয়া এক সাক্ষাৎকারে আলভারেজ তার ফুটবলযাত্রা ও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে তিনি বলেন, ছোটবেলা থেকেই বাবা শেখাতেন—‘ট্যাটু নয়, সিগারেট নয়, মদ নয়’। সেই উপদেশই তিনি এখনো মেনে চলছেন। আলভারেজ বলেন,
‘আর্জেন্টিনা দলের ক্যাম্পে একবার কেউ বলেছিল, আমি নাকি একমাত্র খেলোয়াড় যার শরীরে কোনো ট্যাটু নেই। কিন্তু আমি আলাদা হতে এটা করিনি। ছোটবেলা থেকে বাবা বলতেন এসব না করতে। বড় হয়ে সবাই নিজের মতো সিদ্ধান্ত নেয়, কিন্তু আমার ট্যাটুর প্রয়োজন মনে হয়নি।’

সাক্ষাৎকারে আলভারেজ আরও জানান, ১১ বছর বয়সে রিয়াল মাদ্রিদের ট্রায়ালে অংশ নিতে বাবার সঙ্গে স্পেনে গিয়েছিলেন তিনি। প্রায় ২০ দিন সেখানে অনুশীলন ও একটি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা ছিল তার। তবে পরিবারকে পুরোপুরি স্থানান্তর করতে না পারায় চুক্তি হয়নি।

রিভার প্লেটে ট্রায়ালের স্মৃতিও ভাগ করে নেন তিনি। বলেন,
‘আমার জন্মসাল আর পজিশন জিজ্ঞেস করায় বলেছিলাম, ২০০০, নাম্বার ৯। তারা হেসে বলল—নাম্বার ৯? ওই দেখো, কী বিশাল এক খেলোয়াড়! কিন্তু আমি জানতাম আমার শক্তি কোথায়। আমি যেকোনো জায়গায় খেলতে পারি—নাম্বার ৯, একটু পেছনে, ডান-বাঁ—সবখানেই মানিয়ে নিতে পারি। উচ্চতা আমার জন্য কখনো সমস্যা ছিল না।’

বর্তমানে ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনা দলের অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড আলভারেজের এই ব্যতিক্রমী সিদ্ধান্ত আবারও প্রমাণ করে, সফলতার সঙ্গে থেকেও তিনি এখনো ধারণ করেন শৈশবের পারিবারিক মূল্যবোধ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G