বিশ্বকাপের প্রথম লাল কার্ড

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৫, ২০২২ সময়ঃ ৭:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের প্রথম লাল কার্ড পেলেন ওয়েলসের গোলরক্ষক। ২০২২ ফুটবল বিশ্বকাপে রেফারিরা হলুদ কার্ড বের করেছিলেন অনেকবার। শুধু লাল কার্ডটাই ছিল বাকি। অবশেষে বিশ্বকাপের ১৭তম ম্যাচে এসে দেখা গেল প্রথম লাল কার্ড। ওয়েলস-ইরান ম্যাচে লাল কার্ড পেলেন ওয়েলশ গোলরক্ষক ওয়েইন হেনেসি। তাতে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় গোলরক্ষক হিসেবে লাল কার্ড পেলেন ওয়েলশ গোলরক্ষক।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে  ওয়েলস-ইরান ম্যাচের ৮৫ মিনিটের ঘটনা। মেহেদি তারেমি গোল করার জন্য এগোচ্ছিলেন। তারেমিকে বাজেভাবে ট্যাকল করে বসেন হেনেসি। পরে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে ওয়েলস গোলরক্ষককে লাল কার্ড দেখান রেফারি। হেনেসির আগে গোলরক্ষকের লাল কার্ড পাওয়ার ঘটনা ঘটেছে দুবার। ১৯৯৪ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে লাল কার্ড পেয়েছিলেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুকা প্যাগলিউচা। এরপর ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক জিয়ানলুকা প্যাগলিউচা।

ওয়েলশ গোলরক্ষকের লাল কার্ড পাওয়ায় যেন উপকার হলো ইরানের। শেষ মুহূর্তের জোড়া গোলে ওয়েলসকে ২-০ গোলে হারায় ইরান। এবারের বিশ্বকাপে ইরান খেলেছে দুই ম্যাচ। একটি করে ম্যাচ হেরেছে এবং জিতেছে। যেখানে টুর্নামেন্টটাই ইরান শুরু করেছিল ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে। ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরান।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G