বিশ্বকাপ ২০২২: কে এগিয়েছে? কে আউট?

প্রথম প্রকাশঃ নভেম্বর ৩০, ২০২২ সময়ঃ ৩:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ২০২২-এর নকআউটে কোন দলগুলো জায়গা করে নিয়েছে এবং কারা বাড়ি যাচ্ছে তা দেখে নিন।

বিশ্বকাপ ২০২২ দ্বিতীয় পর্ব এগিয়ে আসছে। আর গ্রুপ পর্ব শেষের দিকে যাচ্ছে: সামনেই নকআউট পর্ব।

১৬ দলের নক আউট পর্বের জন্য যোগ্যতা অর্জনকারী এবং যারা ছিটকে গেছে তাদের একটি তালিকা এখানে রয়েছে।

যে দলগুলো পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে:
ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, সেনেগাল, ইংল্যান্ড, আমেরিকা

যে দলগুলো বাদ পড়েছে:
কাতার, কানাডা, ইকুয়েডর, ওয়েলস, ইরান

এখনও অপেক্ষায় আছে :
আর্জেন্টিনা
অস্ট্রেলিয়া
বেলজিয়াম
ব্রাজিল
ক্যামেরুন
কোস্টারিকা
ক্রোয়েশিয়া
ডেনমার্ক
জার্মানি
ঘানা
জাপান
মেক্সিকো
মরক্কো
পোল্যান্ড
পর্তুগাল
সৌদি আরব
সার্বিয়া
দক্ষিণ কোরিয়া
স্পেন
সুইজারল্যান্ড
তিউনিসিয়া
উরুগুয়ে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G