বিশ্বের প্রথম নমনীয় স্মার্টফোন (ভিডিও)

প্রকাশঃ মার্চ ৩, ২০১৬ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

phone

সময়ের তাগিদে প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে নিত্যনতুন সব প্রযুক্তি পণ্যের। এরই ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে নমনীয় স্মার্টফোন। `রিফ্লেক্স` নামে এই ডিভাইসকে বিশ্বের প্রথম নমনীয় স্মার্টফোন বলে দাবী সংশ্লিষ্টদের। কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের হিউম্যান মিডিয়া ল্যাবের একদল বিজ্ঞানী এটি তৈরি করেছেন।

হাই রেজ্যুলেশনের `রিফ্লেক্স` স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ইচ্ছেমতো কার্ভ করে নিতে পারবেন। এই স্মার্টফোনে রয়েছে একটি ৭২০ পিক্সেল এইচডি ফ্লেক্সিবল ওলেড ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ৪.৪ অর্থাৎ কিটক্যাট সংস্করণের অপারেটিং সিস্টেম। ডিসপ্লের পিছনেই রয়েছে `ফোর্স সেন্সর`। কতটা চাপ পড়ছে স্মার্টফোনে তা ‘সেন্স’ করবে এই ফোর্স সেন্সরগুলো এবং সেই অনুপাতে ফোনের অ্যাপগুলোও নিজেদের ডিসপ্লে পরিবর্তন করবে। এই ফোনটিতে মাল্টিটাচ অপশন রয়েছে। ফোনটিকে বাঁকিয়ে বইয়ের পাতার মতোই ডিসপ্লেতে বাড়তি সুবিধা নেয়া যায়।

এটির উদ্ভাবক দলের প্রধান কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের হিউম্যান মিডিয়া ল্যাবের পরিচালক রোয়েল ভার্টিগ্যাল বলেন, এটি নতুন ধরনের ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন সমৃদ্ধ ফোন। ফোনটিকে বাম দিকে বাঁকানো হলো বইয়ের পাতা উল্টানোর মতো ডিসপ্লের বাম পাশের অংশ সক্রিয় হবে। অনুরূপভাবে ডিসপ্লের ডান দিকে বাঁকিয়ে ডান পাশের অংশকে নির্দেশনা দেয়া যাবে।

রোয়েল বলেন, সাধারণত বই পড়ার সময় হাত দিয়ে পাতা উল্টাতে হয়। এই ফোনটিতে বই পড়ার সময় ডিসপ্লে বাম ও ডান পাশে বাঁকিয়ে বইয়ের পাতা উল্টানো যাবে। বই পাতা উল্টানোর সময় ব্যবহারকারী পাতা উল্টানোর ব্যাপারটা সেন্সরের সহায়তায় অনুভব করতে পারবেন।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G