বেছে নিন সঠিক রঙের লিপস্টিকটি

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ১১:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

দিনের সময়সূচি অনুযায়ী লিপস্টিকের রঙ:দিনের বেলা
দিনের শুরুটা করুন হালকা রঙের কোlipনো লিপস্টিক দিয়ে। পিচ, পিংক, ন্যুড, কোরাল, ফ্রুট কালার ইত্যাদি ধরণের হালকা রঙের লিপস্টিক দিনের শুরুতে বেশ ভালো করেই মানিয়ে যায়। পুরো দিনই হালকা রঙ রাখার চেষ্টা করুন ঠোঁটে। দিনের বেলা গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার না করাই ভালো।

 

রাতের বেলা
রাতের বেলা একটু গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করার চেষ্টা করুন। পোশাকের সাথে মিলিয়ে যে কোনো গাঢ় রঙ ব্যবহার করতে পারেন। লাল, টকটকে লাল, কমলা, ব্রাইট পিংক, হট পিংক ইত্যাদি রঙের লিপস্টিক তৈরিই হয়েছে রাতের বেলার সাজের উপযোগী করে।
lip

বয়স অনুযায়ী লিপস্টিকের রঙ:

টিনএইজ

টিনএইজ মেয়েদের জন্য সঠিক রঙের লিপস্টিক হচ্ছে হালকা শেডগুলো। পিংক, পীচ, গ্লস, হালকা কমলা ইত্যাদি রঙের লিপস্টিক লাগালে টিনএইজ মেয়েদের বেশ ভালো দেখায়। গাঢ় রঙের লিপস্টিক এই বয়সে ব্যবহার না করাই ভালো।

২০ এর ঊর্ধ্বে
হালকা রঙের সকল লিপস্টিক এবং গাঢ় রঙের কিছু শেডের লিপস্টিক ব্যবহার করা উচিৎ বিশের ঊর্ধ্ব বয়সের মেয়েদের। হালকা রঙের মধ্যে ফুকসিয়া, কোরাল, পিচ, পিংক, ন্যুড, ফ্রুট কালার ইত্যাদি এবং গাঢ় রঙের মধ্যে স্পারক্লিং লাল রঙ, ব্রাইট কমলা এবং হট পিংক রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন।

প্রতিক্ষন/এডি/এএস

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G