বড় পর্দায় নায়িকা হচ্ছেন রাণী সরকার

প্রথম প্রকাশঃ এপ্রিল ১, ২০১৬ সময়ঃ ১০:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rani sarkar 2দীর্ঘদিন পর আবারোও ক্যামেরার সামনে দাঁড়ালেন সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী রাণী সরকার। ‘ কাঁচের দেয়াল, আনোয়ারা, বেহুলা, সূর্যকন্যাসহ জনপ্রিয় বিভিন্ন চলচ্চিত্রে গুণী এই অভিনেত্রীকে এতো দিন খল চরিত্রে বেশি দেখা গেলেও এবারেই প্রথম দর্শকদের সামনে নায়িকা হয়ে হাজির হচ্ছেন রাণী সরকার।

সম্প্রতি মারিয়া তুষারের ‘ গ্রাস ’ চলচ্চিত্রে প্রবীণ এই অভিনেত্রী অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকার ভূমিকায়।

ছবির গল্পে দেখা যাবে, কয়েকজন তরুণ মিলে সম্পর্ক নামের একটি সিনেমা তৈরী করেন। যার নায়িকা রাণী সরকার ও বাদল শহীদ। সিনেমাটি মুক্তি নিয়ে তৈরী হয় নানা জটিলতা। এক সময় স্বপ্নবাজ ছবির পরিচালক তরুণেরা হতাশায় পড়ে যান। ঘটতে থাকে একর পর এক বিভিন্ন ঘটনা।
ছবির নির্মাতা মারিয়া তুষার জানান, ‘‘ চলচ্চিত্রটির ৯৫ ভাগ কাজ দৃশ্যধারণ শেষ হয়েছে। দু’একদিনের মধ্যেই সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে খুব শিঘ্রই ছবিটি মুক্তি দেয়া সম্ভব হবে। ’’
ছবিটি সর্ম্পকে অভিনেত্রী রাণী সরকার জানান, ‘‘ অনেক দিন পর চলচ্চিত্রে অভিনয় করেছি। ৫-৬ বছর তো হবেই। শুটিং করতে গিয়ে মনে হয়েছে, আমি নিয়মিত অভিনয়ে আছি। ’’
‘‘ গ্রাস ’’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, মনিরা মিঠু, জ্যোতিকা জ্যোতি, নাট্যনির্মাতা আর বি প্রীতম, তমা মির্জাসহ আরোও অনেকে।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G