মরণ ফাঁদ সড়কের মরা গাছ

প্রকাশঃ মে ১৭, ২০১৭ সময়ঃ ১:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৪ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি-মধুখালী সড়কের ছগুরের মোড়, বেতাঙ্গা, শ্রীরামপুর, রহমতপুর এলাকাসহ জেলার বিভিন্ন সড়কে রাস্তার দুই পাশে বিভিন্ন প্রতাজির গাছ মরে শুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। সামান্য বাতাস ও ঝড় হলেই গাছের ডাল সড়কের উপর ভেঙ্গে পড়ে আহত হচ্ছেন পথচারীরা। বিশেষ করে রাতের আঁধারে মরণ ফাঁদে পরিণত হয়েছে মৃত গাছগুলো।

স্থানীয় জনগণ বিষয়টি মৌখিকভাবে একাধিকবার অবহিত করলেও এ নিয়ে স্থানীয় প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই।

সরেজমিনে দেখা গেছে, জেলা পরিষদের আওতাধীন সড়কের দুই পাশে ৭৬৬, ৮৬৩ ক্রমিকের গাছগুলো ভেঙ্গে রাস্তার পাশে পড়ে রয়েছে। ৭৮৫, ৭৯৬, ৮১৭, ৮৪৯, ৮৪৪ ক্রমিক নং গাছগুলো মরে শুকিয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টি দ্রুত সমাধান না করলে যেকোনো সময় পথচারীসহ যানবাহনে বড় দূর্ঘটনা ঘটতে পারে ।

স্থানীয় ইদ্রিস আলী নামে এক ব্যাপারী বলেন, গত কয়েকদিন আগে সন্ধ্যার পর চলন্ত আটোবাইকের উপর শুকনো গাছ ভেঙ্গে পড়ে ২-৩ জন আহত হয়েছে। এরকম ঘটনা প্রায়ই ঘটছে।

এ ব্যাপারে রাজবাড়ী জেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান আব্দুল হান্নান মোল্যা বলেন, মরা গাছগুলোর ব্যাপারে আমরা সরকারের অনুমোদন নিয়ে টেন্ডারের মাধ্যমে খুব দ্রুতই বিক্রির ব্যবস্থা গ্রহণ করবো।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G