রেমিটেন্স কমেছে ৪.৬৮ শতাংশ

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ১:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

pmimage_দেশে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ৬৪ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৬ মাসে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। তবে বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে আগের মাস নভেম্বরের তুলনায় ১৪ দশমিক ৪৭ শতাংশ রেমিটেন্স বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। আর ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে (জানুয়ারি-জুন) প্রবাসীরা ৭৮২ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার পাঠিয়েছে। অর্থাৎ এই সময়ে রেমিটেন্স কমেছে ৩৪ কোটি ৭৩ লাখ ডলার।

এদিকে চলতি অর্থবছরের শেষ মাস ডিসেম্বরে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে মোট রেমিটেন্স এসেছে ১৩০ কোটি ৭৮ লাখ ডলার। নভেম্বর মাসে এর পরিমাণ ছিল ১১৪ কোটি ২৪ লাখ ডলার। নভেম্বরের তুলনায় রেমিটেন্স বেশি এসেছে ১৬ কোটি ৫৩ লাখ ডলার। শতকরা হিসাবে যার পরিমাণ ১৪ দশমিক ৪৭ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রীয় মালিকানাধীন ৪ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়েছে ৩৯ কোটি ৩০ লাখ ডলার। বিশেষায়িত ৪টি ব্যাংকের মধ্যে কেবল বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমেই রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। ব্যাংকটির মাধ্যমে ১ কোটি ২৯ লাখ ডলার রেমিটেন্স এসেছে।

এছাড়া ৩৯টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়েছে ৮৮ কোটি ৩৯ লাখ ডলার। আর বিদেশি ৯ ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৭৭ লাখ ডলার রেমিটেন্স এসেছে।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G