লংগদুতে হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

প্রথম প্রকাশঃ জুন ৫, ২০১৭ সময়ঃ ২:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৪ অপরাহ্ণ

ওমর ফারুক, বেরোবি প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদুতে আদিবাসীদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ও পাহাড়-সমতলে আদিবাসীদের উপর নিপীড়ন বন্ধের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা এ ঘটনার পেছনে সরকারের বিভিন্ন মহলের অপতৎপরতা আছে উল্লেখ করে জড়িত ব্যক্তিদের শাস্তি ও এর ক্ষতিপূরণসহ সারা দেশে এসব অনাকাঙ্খিত ঘটনা বন্ধের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সভাপতি যুগেশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক অনুপম রায়, দফতর সম্পাদক সুমন রায়সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকমীবৃন্দ।

উল্লেখ্য গত ২ জুন এক যুবলীগ নেতা হত্যার ঘটনার জের ধরে রাঙ্গামাটির লংগদুতে আদিবাসীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বত্তরা।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G