লাইফ সাপোর্টে সংগীত পরিচালক নান্টু

প্রথম প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ৫:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ অপরাহ্ণ

nantuলাইফ সাপোর্টে রয়েছেন দেশের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু (৬৮)।

প্রায় এক সপ্তাহ ধরে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে রাখা হয়েছে।

নান্টুর ছেলে নাট্য নির্মাতা সাগর জাহান প্রতিক্ষণকে বলেন, বাবার অবস্থা ভালো নয়। আজ ১৬ দিন ধরে হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। অবস্থার অবনতি হওয়ায় ছয়/সাতদিন ধরে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।

তিনি বলেন, বাবার লিভারে সমস্যা ধরা পড়েছে বলে ডাক্তার আমাদের জানিয়েছেন। এছাড়া রক্তচাপও স্বাভাবিক অবস্থায় নেই। হাসপাতালের চিকিৎসক আনিসুর রহমানের তত্বাবধানে তার চিকিৎসা চলছে। সবাই আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করবেন।

তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম, তিশা, আরফান নিশো, ফারুক আহমেদ ও চলচ্চিত্রাঙ্গনের আরো অনেকে।

একুশে পদকপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা অসংখ্য গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আনোয়ার জাহান নান্টু।

তার সুরে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ঝিনুকমালা’ ছবির ‘তুমি আমার মনের মাঝি/ আমার পরান পাখি, ‘চোখের জলে আমি ভেসে চলেছি’ ইত্যাদি। সম্প্রতি তার ভাই পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ‘টাইম মেশিন’ ছবির সংগীত পরিচালনা করেন নান্টু।

প্রতিক্ষণ/এম-আর/এডি/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G