বিনোদন ডেস্ক
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অ্যাকাডেমী অ্যাওয়ার্ডসের ৮৮তম আসর অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কমেডিয়ান-অভিনেতা ক্রিস রক।
দ্য রেভেন্যান্টের জন্য এ বছর সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। হলিউডে তিনি সেরাদের একজন। কিন্তু সেরার স্বীকৃতি স্বরুপ বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের ট্রফিটা এতদিন হাতে তুলতে পারেননি তিনি। এবার পূরণ হলো তার সেই চির অধরা স্বপ্ন। দ্য রেভেন্যান্ট সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। আর ‘রুম’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ব্রি লারসন।
সোমবার সকাল সাড়ে ৭টায় শুরু হয় অস্কারের মূল আয়োজন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে স্টার মুভিজ চ্যানেলে এই আয়োজন সরাসরি সম্প্রচার করেছে।
চারজন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে সেরার পুরস্কার অর্জন করেন লিওনার্দো। মনোনীত অন্যান্য অভিনেতারা হলেন ব্রায়ান ক্র্যাস্টোন (ট্রাম্বো), ম্যাট ডামন (দি মার্টিয়ান), মাইকেল (স্টিভ জবস), ইডি রেডমেনি (দি ড্যানিস গার্ল)।
অপরদিকে চারজন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেয় ‘রুম’ তারকা ব্রি লারসন। অন্যান্য মনোনীত অভিনেত্রীরা হলেন কেট ব্ল্যানচেট (ক্যারল), জেনিফার লরেন্স (জয়), শার্লট র্যাম্পিলিং (৪৫ ইয়ারস), সাইরোসি রোনান (ব্রুকলিন)।
এছাড়াও ‘দ্য রেভেন্যান্ট’ এর জন্য সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছেন আলেজান্দ্রো জি ইনারাইতু। মেক্সিকার পরিচালকের ‘দ্য রেভেন্যান্ট’ এবারের অস্কারের আসরে দুটি পুরস্কার অর্জন করে।
প্রতিক্ষণ/এডি/এফটি