শাকিব-সাকিব একসাথে করলেন নিশো

প্রথম প্রকাশঃ জুন ১৬, ২০১৬ সময়ঃ ৪:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

 

http://purboposhchimbd.news/wp-content/uploads/2016/06/13458536_10153551693476922_183614507135990892_o-696x464.jpgশাকিব খান ও সাকিব আল হাসান। দুজনই নিজ নিজ কর্ম দ্বারা বিখ্যাত, দুজনই নিজ নিজ অঙ্গনে জ্বলজ্বলে তারকা। শুধু তাই নয়, তাঁদের মধ্যে আরো মিল আছে। এরা দু’জনই মেষ রাশির জাতক। দুজনের নামের উচ্চারণ একই। তবে একজন নামের শুরুতে তালব্য-শ আর অন্যজন দন্ত্য-স লেখেন।

রূপালি পর্দা আর ক্রিকেট, দুই ভুবনে প্রতিষ্ঠিত এ দুই তারকা প্রথমবারের মত এবার অংশ নিলেন একই টিভি অনুষ্ঠানে। ফারহানা নিশোর উপস্হাপনায় একুশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠান মালার বিশেষ আয়োজন এটি ।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে এর চিত্রায়নে অংশ নেন শাকিব খান ও সাকিব আল হাসান। এখানে তারা নিজেদের কাজ, ব্যক্তিজীবন, ভক্তসহ নানান বিষয়ে কথা বলেছেন।  সাপলুডু খেলা, গ্লাসে পানি ভরা ও বেলুন ফুটানো খেলতে দেখা যাবে তাদের। আসছে ঈদ আয়োজনে প্রচার হবে অনুষ্ঠানটি।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G