শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা ঘেরাও করেছে পুলিশ

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৭ সময়ঃ ৯:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৩ অপরাহ্ণ

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি নামক এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

শুক্রবার ভোররাত থেকে পাঁচতলা ঐ ভবনটি ঘিরে রাখা হয়েছে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি কমিশনার রোকনউদ্দিন জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ঐ বাড়ি থেকে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুঁড়ে মেরেছে বলে খবর পাওয়া গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঢাকায় সোয়াট টিমকে খবর দেয়া হয়েছে। তারা হেলিকপ্টারে সিলেটে পৌঁছলেই অভিযান শুরু করা হবে। বর্তমানে র‌্যাব ও পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে এবং ঐ বাড়ির আশপাশের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G