সাতক্ষীরায় সরকারের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

প্রকাশঃ মে ১৪, ২০১৭ সময়ঃ ৮:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ অপরাহ্ণ

মীর খায়রুল আলম, সাতক্ষীরা প্রতিনিধি:

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষ্যে বিশেষ প্রচারাভিযানের অংশ হিসাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা।

আজ রবিবার বিকাল ৪টায় জেলা তথ্য অফিসের আয়োজনে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বর্তমান সরকারের অর্জন, উন্নয়ন ও অবদান তুলে ধরে জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৬ ডলারে। একই সাথে শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎসহ সামগ্রীক উন্নয়ন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। এলাকার রাস্তা, কালভাট, সেতু নির্মাণে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। অনলাইন সুবিধায় বিভিন্ন কাজ বাড়িতে বা এলাকায় বসে সহজে সম্পন্ন করা যাচ্ছে। যেমন- বিদ্যুৎ বিল পরিশোধ, অনলাইনে জমির পর্চা, ট্রেন ও বাসের টিকিট ক্রয়, বিভিন্ন দপ্তরের সেবা সমূহ, পাসপোর্ট ফরম পুরণ, ভিডিও কল, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পুরণ ইত্যাদি।

তিনি আরো বলেন, সরকার প্রতিটি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করেছে। সেখানে সরকারি বিভিন্ন ফরম, নোটিশ, পাসপোর্ট ও ভিসা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক তথ্য, চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, জন্ম-মৃত্যু সনদ, বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের রেজিস্ট্রেশন, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট যোগাযোগ, ই-মেইল সুবিধা সেবা প্রদান করা হচ্ছে। শুধু তাই নয়, বর্তমান সরকার দূযোর্গ প্রতিরোধ, দারিদ্রতা দূরীকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধি আনতে ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করছে।

জেলা তথ্য কর্মকর্তা বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অব্যাহত রয়েছে। তারই লক্ষে সাধারণ মানুষের দৌড়গোড়ায় বার্তা ও সেবা পৌছে দিতে আগামীকাল সোমবার বেলা ৩টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন অঞ্চলের মা, সুধিজন, জনপ্রতিনিধি, সুশিলসমাজ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকলের অংশগ্রহণের জন্য জেলা তথ্য অফিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের আব্দুল ওহাব, মোহনা টিভির দেবহাটা প্রতিনিধি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন ডাবলু, অর্থ সম্পাদক এম এ মামুন, দৈনিক আজকের সাতক্ষীরার কেএম রেজাউল করিম ও আরাফাত হোসেন লিটন, জেলা তথ্য অফিসের জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম এবং মীর আজিবুর রহমান প্রমূখ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G