সাদ্দামের পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক :
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলের গুরুত্বপূর্ণ রাজনীতিক এবং সাবেক উপ-প্রধানমন্ত্রী তারিক আজিজ মারা গেছেন।
৭৯ বছর বয়সী তারিক আজিজ কারাবন্দী অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে ইরাক সরকার।
শিয়াদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নির্যাতনের অভিযোগে ২০১০ সালে তাঁকে মৃত্যুদন্ড দেয়া হয়েছিল । তবে এই মৃত্যুদন্ড কখনো আদৌ কার্যকর করা হবে কিনা তা নিয়ে সবসময় সন্দেহ ছিল।
তিনি দীর্ঘসময় সাদ্দাম হোসেনের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। ইংরেজী ভাষায় দক্ষতা এবং তার পরিশীলিত আচরণের মাধ্যমে তিনি বাইরের দুনিয়ার কাছে সাদ্দাম হোসেনের সরকারের এক মধ্যপন্থী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করতেন। সূত্র : বিবিসি।
প্রতিক্ষণ/এডি/নুর













