সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dse_3_BG_941998446দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৭৩০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১১২ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম। আগের কার্যদিবস বুধবার (৪ মার্চ) লেনদেন হয়েছিল মোট ২২১ কোটি ৮৪ লাখ টাকা।

এর আগে বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭২৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১০৯ পয়েন্ট হয়।

দুপুর ১২টা ১০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৭২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১০৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ৮ হাজার ৬৭২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট কমে ১১ হাজার ৭৮২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৬ পয়েন্ট কমে ১৪ হাজার ২৬০ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২২ কোটি ৭৪ লাখ টাকা।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G