সেলফির দিন শেষ এসেছে ড্রোনফি

প্রকাশঃ জুন ২০, ২০১৬ সময়ঃ ৮:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

সেলফির দিন বুঝি শেষ হতে চললো!  জায়গা করে নিচ্ছে ড্রোনফি। সেলফিকে পাশ কাটিয়ে ডোনফি তুলে আলোচনায় এসেছেন  মারিকো ও ক্যাজ। জাপানের এই নবদম্পতি নিজেদের মধুচন্দ্রিমার মধুর মূহূর্তগুলি ড্রোন ক্যামেরায় শুট করেছেন।

মেরিকো ও ক্যাজ ইয়াগুচি ২০১৫ সালে তাঁদের হানিমুনে ৪১টি দেশ ভ্রমণ করেন। দেশ ভ্রমণের স্মৃতি ধরে রাখতে তুলেছেন অনেক সেলফি। তবে এই সেলফি স্মার্টফোন বা সাধারণ কোনো ক্যমেরায় তোলা হয়নি। জাপানি ইয়াগুচি দম্পতি সেলফি তুলেছেন ড্রোনের ক্যামেরায়।

ড্রোনের মাধ্যমেই তৈরি করেছে আস্ত এক তথ্যচিত্র।  পুরো সফরটাই ড্রোন ক্যামেরায় শুট করেছেন ক্যাজ নিজে।

xxl_dronemain-970-80

ইয়াগুচি দম্পতির বিশেষ তোলা সেলফির নাম দিয়েছেন ‘ড্রোনি’।  একে ‘ড্রোনফি’ বললেও অবশ্য ভুল হবে না। ওই মেকিরো ও ক্যাজ তাঁদের ড্রোনে তোলা সেলফির কয়েকটি নিয়ে বিশেষ ভিডিও তৈরি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তাঁদের সেলফি ভিডিও শুধু বন্ধুদের কাছে আলোচিত হয়নি, রীতিমতো সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মেরিকো ও ক্যাজ দম্পতির সেফলি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট করা হয় ৯ মে। এর পর থেকে ১০ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছে।

ওই দম্পতির ধারণাটি যেমন নতুন, তেমনি ড্রোনে করা সেলফি ভিডিওর  নান্দনিক সৌন্দর্যও কম নয়। শহর, প্রকৃতিসহ বিভিন্ন স্থানে তোলা ড্রোনের ভিডিওতে নির্দিষ্ট স্থানকে নতুন রূপে চোখে পড়েছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G