সেলফি তুলতে গিয়ে কুমিরের কবলে পড়ে মৃত্যু

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৭ সময়ঃ ৫:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৫ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার ট্যাংড়াগিরি ইকোপার্কে কুমির প্রজনন কেন্দ্রে কুমিরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে এক দর্শনার্থী নিহত হয়েছেন। মূলত কুমিরকে দেখতে না পাওয়ায় খোঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার বেলা ১টার দিকে উপজেলার টেংরাগিরি ইকোপার্কে এ ঘটনা ঘটে বলে তালতলী থানার ওসি কমলেস হালদার জানান।

পরে বেলা পৌনে ৪টার দিকে আসাদুজ্জামান রনির (২৯) মরদেহ উদ্ধার করা হয়।

তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মো. গোলাম মোস্তফার একমাত্র ছেলে। রনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। সম্প্রতি ছুটিতে দেশে এসেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টার দিকে রনি তালতলীর ট্যাংড়াগিরি ইকোপার্কের কুমির প্রজননকেন্দ্রে কুমির দেখতে যান। তিনি বিপৎসীমার প্রাচীর টপকে একটি কুমিরের কাছাকাছি গিয়ে সেলফি তুলছিলেন। কুমিরকে দেখতে না পেয়ে একটু খোঁচা দেয়। আর তাতেই ঘটে বিপত্তি। হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে এবং টেনে পুকুরে নিয়ে যায়।

তালতলীর ফকিরহাট বনভূমির বিট কর্মকর্তা সজীব কুমার মজুমদার বলেন, খবর পেয়ে স্থানীয় বনকর্মীরা সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান। ততক্ষণে কুমিরটি দর্শনার্থী রনির মৃতদেহ ছেড়ে দিলে তা পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয় অধিবাসীসহ তালতলী থানা পুলিশের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টার পর লাশ উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, দর্শনার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G