১৩৭টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ দিঘিরপাড় গ্রামে ১৩৭টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
মঙ্গলবার,বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপি চক্রকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।
আ.লীগ সরকার গঠনের বিষয় উল্লেখ্য করে ডা. মোজাম্মেল বলেন, আওয়ামী লীগ এর পরে আরো দু’বার সরকার গঠন করবে। উন্নয়নের ধারা বজায় রাখতে মানুষ এর পরে আরো অন্তত দু’বার বর্তমান সরকারকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাবে।
১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুব আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, মহিলা ভাইচ চেয়ারম্যান আজমীন নাহার, অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক হাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ ডিজিএম মো. জিয়াউর রহমান, আব্দুল জলিল হাওলাদার ও আবুল কালাম হাওলাদার।
প্রতিক্ষণ/এডি/ এল জেড














