২৭ মার্চ প্রেক্ষাগৃহে ‘হরিযূপীয়া’

প্রথম প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ২:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৬ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Horijupia-3একজন প্রত্নতত্ত্ব গবেষক যুদ্ধের কারণে একটি স্থানে খননের কাজ সমাপ্ত করতে পারেন না। মাঝপথে তাঁকে থেমে যেতে হয়। তবে থেমে যাওয়ার আগে সেই স্থানটিতে কিছু পোড়ামাটির টালি পান তিনি।

টালিগুলোতে কিছু ছবি আঁকা ছিল। আর নিচে সামান্য কিছু লেখা ছিল। তরুণ গবেষক সেই লেখা আর ছবির অর্থ বুঝতে পারছিলেন না।

তাই তিনি আরও কয়েকজন চিন্তাশীল মানুষের সাহায্য নেন।

তাঁরা সেই ছবিগুলোতে কিছু বলতে চাওয়ার যে গল্পটা তা খুঁজে বের করার চেষ্টা করেন। আর সেই অনুসন্ধানে বেরিয়ে আসে বাংলা আর বাঙালির নৃতাত্ত্বিক ইতিহাসের কিছু অংশ। তাঁরা খুঁজে পান ইতিহাসের কিছু গণহত্যার কথা। এরকমই কাহিনী নিয়ে আসছে
হরিযূপীয়া’ ছবি।

২৭ মার্চ মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘হরিযূপীয়া’। ঢাকার যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্স, বলাকা, শ্যামলী, জোনাকী ও খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংসহ মোট ২০টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি।

হরিযূপীয়া’র চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন গোলাম মোস্তফা শিমুল। ছবিটির প্রযোজক ফরিদুর রেজা সাগর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- খায়রুল আলম সবুজ, মাহমুদুল ইসলাম মিঠু, কাজী রাজু, রিয়াজ মাহমুদ জুয়েল, পাভেল ইসলাম, সাব্বির আহমেদ, বিথী রানী সরকার, জুনায়েদ হালিম, শফিউল আলম, নাফা প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G