নিজের জন্মদিন পালন করবেন না আসিফ

প্রথম প্রকাশঃ মার্চ ১৪, ২০১৭ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গত সপ্তাহে এই তারকা শিল্পীর ‘আগুন’ শিরোনামের একটি গান ইউটিউবে অবমুক্ত করা হয়। ২০০৩ সালে তানিয়া আহমেদের পরিচালনায় ‘উড়োমেঘ’ গানের মিউজিক ভিডিও  প্রকাশ করেছিলেন আসিফ আকবর। এটিই ছিলো তার ক্যারিয়ারে সর্বশেষ বড় আয়োজনের মিউজিক ভিডিও।

এরপর বিভিন্ন গানের ভিডিওতে স্বল্প পরিসরে উপস্থিত হলেও ‘আগুন’ শিরোনামের গানটিতে নতুনভাবে হাজির হয়েছেন তিনি। গানটিকে নিয়ে আসিফ ভক্তদের আগ্রহের রেশ কাটতে না কাটতেই এবার অন্যরকম একটি ঘোষণা দিলেন আসিফ আকবর। এখন থেকে আর নিজের জন্মদিন পালন করবেন না তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে আসিফ আকবর লিখেছেন, ছোটবেলার স্মৃতি সবসময়  অমলিন থাকে। আমরা সাত ভাই বোন, প্রত্যেকের জন্মদিন বাসায় পালন করা হতো মহানন্দে। বাসায় থাকতো আত্মীয় স্বজনদের ভীড়। কেক কাটা তো আছেই, সঙ্গে আছে ড্রইং রুমের সাজস্বজ্জা। প্রতিটি জন্মদিনেই থাকতো উৎসবের ঘনঘটা। এসব ইতিহাস এখন শুধুই জাজ্বল্যমান স্বপ্নের মত।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল রাতে পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র ঘুমন্ত বাংলাদেশিদের উপর। তারপরের ইতিহাস স্বাধীন বাংলাদেশ। ২৬ মার্চের স্বাধীনতা উৎসব এবং ১৬ ডিসেম্বরের বিজয় উৎসব ২৫ মার্চ ও ১৪ ডিসেম্বর গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যার করুন ইতিহাসকে কিছুটা হলে প্রভাবিত করে। উৎসবপ্রিয় মানুষ উৎসব  করবে, সেটাই স্বাভাবিক। তার মানে এই না, যাদের ত্যাগের বিনিময়ে এ স্বাধীনতা, তাদের ভুলে যেতে হবে।

জন্মদিন পালন না করার ব্যাপারে আসিফ আরো বলেন, ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়েছে। আমার জন্ম হয়েছে ১৯৭২ সালের ২৫শে মার্চ। গেলো চুয়াল্লিশ বছর সুখ দুঃখ আনন্দ বেদনার মধ্যে নানাভাবে আমার জন্মদিন পালিত হয়েছে। দেশে বিদেশে আমার পাগলা ফ্যানরা এই দিনটির জন্য অপেক্ষা করে। আমি কখনোই নিজ উদ্যেগে জন্মদিন পালন করিনি। আমার ফ্যানদের কাছে বিনীত অনুরোধ রইলো- গণহত্যা দিবসের প্রতি সম্মান জানিয়ে শুধু এবারই নয়, আর কখনই আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকুন। এতে আমাদের দেশপ্রেমের একটা উদাহরণ তৈরি হবে। আসুন আমরা গণহত্যা দিবসের তাৎপর্য বুঝি।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G