ইয়েমেনে আল-কায়েদা হামলায় ৫ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
ইয়েমেনে সন্দেহভাজন আল-কায়েদা হামলায় অন্তত ৫ সেনা সসদ্য নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে অফিসারসহ বেশ কিছু সেনা।
সোমবার সকালে দেশটির আবিয়ান প্রদেশে এ ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
আবিয়ান প্রদেশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আল-কায়েদার সশস্ত্র যোদ্ধারা মাহফাদ শহরের ৩৯তম আর্মড ব্রিগেডের হেডকোয়ার্টারে হামলা চালায় এবং ভেতরে ঢুকে অবস্থান নেয়।’
সূত্রটি জানায়, এতে অন্তত পাঁচ সেনা নিহত হয় এবং অফিসারসহ বেশ কিছু সেনা আহত হয়।
এদিকে, আবিয়ান প্রদেশের সামরিকবাহিনীর অন্য একটি সূ্ত্র জানিয়েছে, সন্দেহভাজন আলকায়েদা যোদ্ধারা ১১৫তম সেনাঘাঁটিতে হামলা চালায়।
সূত্রটি জানায়, সোমবার খুব ভোরে আল-কায়েদা যোদ্ধারা মাহফাদ শহরের সেনা লোকেশনে অবস্থান নিতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-কায়েদা যোদ্ধারা শহরের প্রবেশ পথে অবস্থান নেয় এবং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। সূত্র: সিনহুয়া।
প্রতিক্ষণ /এডি/লিজা













