ওয়াশিকুর হত্যার আসামিরা আট দিনের রিমান্ডে

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৪:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০০ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

150330102634_bd_blogger_washikur_killing_arrests_640x360_bbc_nocreditওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামি জিকরুল্লাহ ও আরিফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ১০ দিনের আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইউনূস খানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

 এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান আসামিদেরকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন।

সোমবার সকালে বেগুনবাড়ী এলাকায় ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে অত্যন্ত সরব ছিলেন এ ব্লগার। তিনি ব্লগে ওয়াশিকুর বাবু নামেই পরিচিত ছিলেন। সেই সঙ্গে কখনো তিনি ‘কুচ্ছিত হাঁসের ছানা’ কিংবা ‘গণ্ডমূর্খ’ নামেও লিখতেন।

সোমবার সকালে বেগুনবাড়ী জিপিকা ঢাল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওয়াশিকুর ফারইস্ট অ্যাভিয়েশন ট্রাভেল এজেন্সির আইটি বিভাগে কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, ধর্মীয় মতাদর্শ নিয়ে লেখালেখির কারণে বিরোধ থেকে ওয়াশিকুরকে হত্যার কথা গ্রেপ্তার দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এদিকে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ। সোমবার রাত আড়াইটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন- জিকরুল্লাহ, আরিফুল, আবু তাহের এবং মাসুম। এদের মধ্যে জিকরুল্লাহ এবং আরিফুলকে হত্যাকাণ্ডের পরপরই গ্রেপ্তার করে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/রিজাউল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G