জামায়াতের কাউন্সিলর প্রার্থী আটক
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমানকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শেরেবাংলানগর থানা পুলিশ তাকে আটক করে।
জানা গেছে, মনোনয়নপত্র বাছাইয়ের সময় তার মনোনয়নপত্রটি অবৈধ বলে ঘোষণা করা হয় কারণ তার বিরুদ্ধে হত্যাসহ মোট ৪ টি মামলা রয়েছে।
শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আটক সাইদুর তাৎক্ষণিক সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে কোন মামলা নেই।
প্রতিক্ষণ/এডি/মেজবা











