জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৬ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৬ অপরাহ্ণ

তহিদুল ইসলাম

index

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নৃবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় নৃবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান নৃবিজ্ঞান বিভাগের এ্যালামনাই এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক কাজী মুশফিকুর রহমান।

তিনি জানান, শুক্রবার সকাল দশটার সময় র‌্যালীর মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হবে। র‌্যালীর উদ্বোধন করবেন (জাবি)উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। র‌্যালিটি নৃবিজ্ঞান বিভাগ থেকে শুরু হয়ে সপ্তম ছায়মঞ্চে গিয়ে শেষ হবে।

তিনি আরও বলেন, এবারের পুনর্মিলনীতে জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে সম্মাননা প্রদান করা হবে। এটি নৃবিজ্ঞান বিভাগের ৫ম পুনর্মিলনী।

এর আগে আমরা ২০১২ সালে সর্বশেষ পুনর্মিলনীর আয়োজন করেছি।’দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ছায়ামঞ্চে আলোচনা অনুষ্ঠান, দুপুরে প্রীতিভোজ, বিকালে এ্যালামনাই এসোসিয়েশনের পূর্ববর্তী কমিটির বিদায় ও নতুন কমিটি গঠন।

এছাড়া সন্ধায় মুক্তমঞ্চে রয়েছে জলের গান এবং সিনহা এন্ড ফ্রেন্ডস এর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুনর্মিলনীতে বর্তমান ও পুরাতন মিলে প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশ নেবেন বলে জানা গেছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সিদ্দিকুর রহমান অ্যাপোলো, এ্যালামনাই এসোসিয়েশনের অর্থ সম্পাদক কাজল আহমেদ লিওন, আয়োজন সমন্বয়ক নাজিব জামান ও নুরুল ইসলাম বিপ্লব এবং জাবিসাসের সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, এই প্রথম বাংলাদেশের নৃবিজ্ঞান বিভাগ চালু রয়েছে জাবিতে ।

প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G