প্রতিক্ষণ ডেস্কঃ
আন্তর্জাতিক শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন অফিস ও নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নর্দান ইউনির্ভাসিটি ২০ শে জুন শরণার্থী উন্মোক্ত তথ্য দিবসের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন দেশের প্রবীন শিক্ষাবিদ, নর্দান ইউনির্ভাসিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও আইন অনুষদের ডীন প্রফেসর ড.এ.ডব্লিউ.এম আব্দুল হক, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন অফিস এর ফারহিন খান, জোসেফ সূর্যমণি ত্রিপুরা, সৌভিক দাস তমাল ও নর্দান ইউনির্ভাসিটির আইন অনুষদের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আফরোজা বিলকিস।
সেমিনারে বক্তারা শরণার্থীদের আশ্রয় প্রদান ও অধিকার নিশ্চিতকরন, নাগরিকত্বহীনতা রোধ, মানবধিকার বলবৎকরণ প্রভৃতি সমসাময়িক গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা করেন।
সেমিনারে অন্যান্যেদের মধ্যে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।
প্রতিক্ষণ/এডি/আরএম