‘পিপল সেন্স’ উইন্ডোজ ফোনে বন্ধুদের খুঁজে দেবে
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
প্রযুক্তির মাধ্যমে আপনার বন্ধুদের খুঁজে বের করতে অ্যাপলের রয়েছে ‘ফাউন্ড মাই ফ্রেন্ডস’। এবার মাইক্রোসফট একই ধরনের একটি অ্যাপ নিয়ে কাজ করছে যাকে বলা হচ্ছে ‘পিপল সেন্স’। এটি ‘বিং’ ম্যাপ ও ম্যাসেজিংয়ের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে।
মাইক্রোসফটের উইন্ডোজ অ্যাপ স্টোরে অ্যাপটি শিগগিরই পাওয়া যাবে। এর মাধ্যমে আপনার বন্ধুদের রিয়েল টাইম অবস্থান এবং পথ নির্দেশিকার বিস্তারিত দেখতে পারবেন। ভার্জ এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
তবে ঠিক কবে নাগাদ ‘পিপল সেন্স’ পাওয়া যাবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। সুত্র: ওয়েবসাইট
প্রতিক্ষণ/এডি/জয়












