বাংলাদেশের শীর্ষ ১০ ধনী !

প্রকাশঃ জুন ৩০, ২০১৫ সময়ঃ ১০:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Untitled-1বিশ্বের অন্যতম শ্রেষ্ট ও গ্রহনযোগ্য ম্যাগাজিন ফর্বসের দেয়া তথ্য অনুযায়ী এবারও বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকায় এক নম্বরে রয়েছেন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী ড. মূসা বিন শমসের। তাঁর অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১২ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ৯৬ হাজার কোটি টাকা। প্রতিবেদনটিতে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সূত্রে বাংলাদেশের দ্বিতীয় ধনী ব্যবসায়ি হিসেবে নাম উঠে এসেছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। যার সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি টাকা। এর পর বেক্সিমকোর সালমান এফ রহমান (২ হাজার ৮০০ কোটি টাকা), ৪র্থ পারটেক্সের এম এ হাশেম (২ হাজার ৫০০ কোটি টাকা), ৫ম আবুল খায়ের গ্রুপের কর্ণধার (২ হাজার ৩০০ কোটি টাকা), চট্রগ্রামের বিএসআরএম গ্রুপের কর্ণধার (২ হাজার ১০০ কোটি টাকা), ৬ষ্ঠ আকিজ গ্রুপের কর্ণধার (২ হাজার কোটি টাকা), ৭ম আকিজ গ্রুপের কর্ণধার (১ হাজার ৮০০ কোটি টাকা), ৮ম চট্রগ্রামের পিএইচপি গ্রুপের কর্ণধার (১ হাজার ৬০০ কোটি টাকা), ৯ম রাগীব আলী (১ হাজার ৫০০ কোটি টাকা) ও দশম এস আলম গ্রুপের কর্ণধার (১ হাজার ৩০০ কোটি টাকা)।

উল্লেখ্য, বাংলাদেশে জন্ম নেয়া আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ি রহস্যমানব প্রিন্স মূসার রাজকীয় জীবন-যাপন নিয়ে ২০০৮ সালে প্রচ্ছদ করেছিলো লন্ডনের সানডে টেলিগ্রাফ। সেখানে বিশ্বের দশজন ভয়ংকর অস্ত্র ব্যবসায়ী হিসেবে প্রিন্স মূসার নাম উঠে আসে।


আরও যা পড়তে পারেনঃ

আজ ১ মিনিট হবে ৬১ সেকেন্ডে

ওটা ভুয়া সংবাদ!

ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ব্যবসা!

# কোনো চক্রান্তেই চিন্তিত নয় টাইগাররা!

# বিকেলে আসছে দক্ষিণ আফ্রিকা

# পরকীয়া করছেন ওমর সানি !!


প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G