যুক্ত হচ্ছে ইউএস বাংলার নতুন এয়ারক্র্যাফট

প্রকাশঃ অক্টোবর ২৭, ২০১৬ সময়ঃ ১২:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণ

us-bangla

শুক্রবার থেকে যুক্ত হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে বোয়িং-৭৩৭ ও ৮০০ মডেলের নতুন আরো দুটি এয়ারক্র্যাফট। হল্যন্ডের এয়ার ক্যাপ কোম্পানি থেকে কেনা এয়ারক্র্যাফট আসছে চায়নার সাংহাই থেকে। এর আগে চলতি মাসের ১১ তারিখ আরো একটি বোয়িং ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছিল। এ নিয়ে ইউএস-বাংলার বহরে বোয়িং এর সংখ্যা দাঁড়াবে তিনটিতে।

বাংলাদেশের আকাশপথে উন্নত সেরা ও সাফল্যের ধারাবাহিকতায় বোয়িংয়ের যাত্রাকে আবারও ‘দিগন্তজয়ের স্বপ্ন’ হিসেবে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন বলেন, অত্যাধুনিক এই তিনটি এয়ারক্র্যাফট দিয়ে মাস্কাট, কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজো, কুনমিংসহ আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ২০১৪ সালে দুটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্র্যাফট নিয়ে বাংলাদেশের আকাশপথে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। পরে সংযোজন ঘটে আরো একটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্র্যাফটের।

এত অল্প সময়ের মধ্যে কীভাবে জনপ্রিয়তার শীর্ষে এলো ইউএস-বাংলা এয়ারলাইন্স- এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স উন্নত যাত্রীসেবা ও টাইমিংয়ের বিষয়ে কোনো ছাড় দেয় না। যে কারণে প্রতিষ্ঠার দুই বছরে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভাবনীয় সাফল্য পেয়েছে।

তিনি জানান, বাংলাদেশে ডমেস্টিক সেক্টরে ‘বেস্ট এয়ারলাইন অব দ্য ইয়ার-২০১৫’ অ্যাওয়ার্ড লাভ করেছে এ প্রতিষ্ঠান। এছাড়া বাংলাদেশ ট্রাভেলার্স ফোরাম কর্তৃক পরপর দুই বছর ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০১৪ ও ২০১৫’ নির্বাচিত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্স। এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ডিভিশন অব কর্পোরেশনের একমাত্র তালিকাভুক্ত বাংলাদেশি এয়ারলাইন্স কোম্পানি। ইন টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড শতকরা ৯৮.৭ ভাগ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G