রাবিতে ফুল বিজু উৎসব উদযাপন

প্রথম প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৭ সময়ঃ ৩:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৭ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

পাহাড়ী আদিবাসীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব ফুল বিজু। প্রথম বারের মত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই উৎসব উদযাপন করেছে রাজশাহী মহানগর পাহাড়ী ছাত্র পরিষদ।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের পুকুরে ফুল ভাসিয়ে উৎসবটি উদযাপন করেন তারা।

উৎসব সম্পর্কে পাহাড়ী শিক্ষার্থীরা বলেন, নিজ জন্মস্থান থেকে অনেক দূরে অবস্থান করায় আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ফুল বিজু উৎসবে অংশ গ্রহণ করতে পারি না। তাই এ বছর বিজু উৎসব পালনে বিশ্ববিদ্যালয়ে উদ্যোগ গ্রহণ করি।

তারা আরও বলেন, খুব ভোরে আমরা ফুল সংগ্রহ করি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পোশাক পরিধান করে ফুল ভাসানোর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেই।

এসময় রাজশাহী মহানগর পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি দীপেন চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক মংকেউ ওয়ান রাখাইনসহ রাজশাহীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত পাহাড়ী আদিবাসি শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G