হার্টের সমস্যা নেই তো?

প্রকাশঃ ডিসেম্বর ২০, ২০১৫ সময়ঃ ৪:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

heart attackআমরা অনেকেই বুঝতে পারি না আমাদের হার্টের সমস্যা রয়েছে কিনা। হার্টের সমস্যা বা হৃদরোগের লক্ষণ কী সে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই অবগত নই। আমাদের উচিত এসব লক্ষণ সম্পর্কে জেনে শরীরের প্রতি আরও যত্নশীল হওয়া। তাহলে আসুন হার্টের সমস্যার লক্ষণ সম্পর্কে জেনে নিই এবং সচেতন হই:

১. আপনার কি মাঝেমাঝেই শ্বাসকষ্ট হয়? শ্বাসকষ্ট হচ্ছে হার্টের সমস্যার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এ ব্যাপারটি বিশেষ করে মহিলারা অনেকসময়ই এড়িয়ে যান। হৃদযন্ত্র সঠিকভাবে কাজ না করলে শ্বাসকষ্ট দেখা দেয়। তাই আর দেরি না করে আজই চিকিৎসকের শরণাপন্ন হোন।

২. আপনার কি সারাক্ষণই ঘুম পায়? যথেষ্ট পরিমাণ ঘুমানো সত্ত্বেও যদি আপনার সারাক্ষণ ঝিমুনি আসে তাহলে বুঝবেন আপনার হার্টের সমস্যা রয়েছে।

৩. হৃদরোগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বুকের বাঁদিকে মাঝেমাঝে ব্যথা হওয়া। কিন্তু বুকে ব্যথা হলে অনেকে ভাবেন গ্যাস্ট্রিকের কারণে এই ব্যথা হয়। তখন তারা গ্যাস্ট্রিকের ঔষধ খান এবং হার্টের সমস্যাটা তখনও অজানাই থেকে যায়। তাই বারবার এভাবে বুকে ব্যথা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

৪. খুব বেশি পরিশ্রম না করলেও যদি আপনি দিনের বেশিরভাগ সময় ক্লান্তি অনুভব করেন তাহলে বুঝবেন যে আপনার হার্টের সমস্যা রয়েছে। তাই অকারণেই যদি আপনি ক্লান্তি অনুভব করেন তাহলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন।  

৫. হার্টে সমস্যা থাকলে হজমে সমস্যা হয়। বিভিন্ন পন্থা বা ঔষধেও যদি হজমের সমস্যার সমাধান না হয় তাহলে বুঝতে হবে হৃদপিণ্ড স্বাভাবিক রক্তচলাচলে বাধা দিচ্ছে। তাই হজমে সমস্যা হচ্ছে।

৬. মাঝেমাঝে হাত-পা ফুলে যাওয়া হার্টের সমস্যার একটি লক্ষণ। হার্টে সমস্যা থাকলে স্বাভাবিক রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। ফলে ধমণীর মধ্যে রক্ত জমতে থাকে এবং এতে শরীর ফুলে যায়। পরে যখন রক্ত চলাচল স্বাভাবিক হয়, তখন ফোলা ভাবটা কমে যায়।তবে কিডনীর সমস্যা থেকেও হাত-পা এবং মুখ ফুলে যায়। তাই চিকিৎকের পরামর্শ নিয়ে প্রকৃত সমস্যা চিহ্নিত করাটা খুব জরুরী।

আসুন আমরা এ বিষয়ে সচেতন হই। প্রতিকার নয় প্রতিরোধ গড়ে তুলি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে। তাহলেই আমরা পাবো একটি সুখী সুস্থ বাংলাদেশ।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G