দ্বিতীয় সময়ের বিদ্যুৎ–শতাব্দী এষ

প্রথম প্রকাশঃ মে ৭, ২০১৫ সময়ঃ ৮:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪১ অপরাহ্ণ

বাতিটা নেভাবো নেভাবো করেও নেভানো হয়না2Ash
কী যেন ঝাপটে ধরে! ভয়অন্ধকার আমার প্রথম ঘর 
তবে ভয়েরা আবডালে থেকে কিসের ফন্দী আঁটে,

কাঁটাতার ঘিরে থাকে অস্তিত্ত্বের চারপাশ-

ঘুমাবোনা বলে এই ঠিক করা রাতের প্রহরে-প্রহরে 
লুকিয়ে রেখেছি খঞ্জরবর্শার তামাটে ইতিহাসদেয়ালের গায়ে
হায়ারোগ্লিফিক বর্ণমালাতারপাশে বিচ্ছিন্ন চাঁদএকদিন পৃথিবীর
চাদহাতধরে ঘুরে বেড়ানো কক্ষপথে চাঁদ এরকম গল্প বলেছিল-
ভবিষ্যতের সময় বলে একটি ধারনায়
মানুষেরা ধীরে ধীরে হয়ে যাবে একেকটি কৃষ্ণগহব্বর

কেমন যেন ঘুম পেয়ে এলো এসব ভাবতে ভাবতে 
চারপাশ হচ্ছে মৃয়মাণ-
এবার সত্যি বাতিটা নেভানো প্রয়োজন ।

শ্বেতা শতাব্দী এষ

বাংলা বিভাগ, ঢাকাবিশ্ববিদ্যালয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G