অগ্নিদগ্ধ রুমীর অবস্থা আশঙ্কাজনক
তোফায়েল হোসেন জাকির
রুমীর বাবা রেজাউল করিম জানান, মেয়ের ঝলসে যাওয়া ক্ষতস্থান গুলো দগদগে গভীর হয়েছে। শরীরের অন্য স্থানের চামড়া দিয়ে দগ্ধ স্থান গুলো পুরণ করতে হবে বলে চিকিৎসক জানিয়েছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় যৌতুকের দায়ে রুমী খাতুনকে হত্যার চেষ্টায় গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের চাঁদ করিম গ্রামের স্বামী রায়হান, শশুড় তারা মিয়া ও শাশুড়ী রিনা বেগম সহ আরো কয়েকজন রুমীকে হত্যার জন্য গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় রুমীর বাবা রেজাউল করিম বাদী হয়ে তিন জনকে আসামী করে সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস বলেন, এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্ত রায়হান মিয়াকে গ্রেপ্তার করা করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/আস














