অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ
বরিশাল প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানী ঘটনায় লোকমান ফকির নামের এক ব্যক্তিকে পুলিশ আটকের পর ছেড়ে দেওয়ায়, এলাকায় সাধারণ লোকজনের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা যায়।
জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর একজন কিশোরী বুধবার সন্ধ্যায় জৈনদ্দিন ফকিরের ছেলে লোকমান ফকির (৪০) এর বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরে নিয়ে শ্লীলতাহানি ঘটায় লোকমান।
এঘটনা স্কুল ছাত্রীর মা রুনু বেগম স্থানীয় চৌকিদার আবুল হোসেনকে জানায়। আবুল হোসেন ঘটনাটি থানায় জানালে এসআই হাসানুজ্জামান রাতেই ঘটনাস্থলে গিয়ে লোকমানকে আটক করে থানায় নিয়ে আসে। ঐ রাতেই পুলিশ অজ্ঞাত কারণে লোকমানকে ছেড়ে দেয়। অভিযুক্তকে ছেড়ে দেয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, থানার এসআই তদন্ত করে ঘটনাটি দেখছে, পূর্ব বিরোধের জের হিসেবে এমন ঘটনার কথা বলা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি














