আট গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২
ফল কেনাবেচাকে কেন্দ্র করে আটটি গ্রামের সংঘর্ষে দুই জন নিহত ও আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক। এ ঘটনাটি ঘটে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহ গ্রামে ।
রোববার সকালের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কদম আলী (৫০) ও বকুল মিয়া (৩৫)। তারা দু’জনই উপজেলার সিংহ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে উপজেলার সিংহ গ্রামের শাহজাহান মিয়ার দোকানে পাশের টেবুরিয়া গ্রামের মলাই মিয়া ফল কিনতে যায়। সেখানে কেনাবেচার সময় সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। এর এক পর্যায়ে তারা উভয়ই বিষয়টি তাদের গ্রামে জানালে দুই গ্রাম এবং এভাবে আট গ্রামের মানুষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে দুই জন নিহত হন। আহত হয় অর্ধশতাধিক।
আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে শান্ত আছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিক্ষন/এডি/মেহেদী











