এবার জামালপুরে শিং–ওয়ালা মানুষ

প্রকাশঃ জুলাই ১৭, ২০১৬ সময়ঃ ২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

jamalpur 01এবার শিং–ওয়ালা মানুষের দেখা মিলেছে জামালপুরে। ১১০ বছর বয়সী এই শিং–ওয়ালা মানুষটির নাম আয়াত আলী। বাড়ি জামালপুর শহরের নাঙ্গলজোড়া এলাকায়। বর্তমানে চিকিৎসাধীন আছেন জামালপুর জেনারেল হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে।

স্বজনরা জানান, ‘বছরখানেক আগে তার মাথায় ফোড়ার মতো হয়। সেখান থেকে লম্বা আকৃতির বাঁকানো একটি বস্তু বের হয়। ওই বস্তুটি আস্তে আস্তে শিংয়ের মতো রূপ ধারণ করে।’

জামালপুর জেনারেল হাসপাতালের শল্যচিকিৎসক নূর-এ আলম বলেন, ‘আয়াত আলী শেখের মাথায় লম্বা বস্তুটি শিংয়ের মতোই। এ রোগের নাম সেফাসিয়াস হর্ন। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এটি অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে উঠবেন।’

এ খবর শহরে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তাকে একনজর দেখতে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন। তাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G