কবি নাজমুল হকের কবিতা ‘স্বাধীনতা’

প্রথম প্রকাশঃ মার্চ ২৪, ২০১৬ সময়ঃ ১১:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪০ অপরাহ্ণ

স্বাধীনতা

স্বাধীনতা তো পরশ পাথর

প্রতিদিন বেঁচে থাকার দীপ্ত অঙ্গীকার

আকাশের নীচে দ্বিধাহীন হেঁটে যাওয়া

দক্ষিণ বাতাসে আগোছালো শাড়ি আর

বকুলের মালা পরিয়ে দেবার অনাবিল সুখ।

স্বাধীনতা তো অন্ধকার ঠেলে আসা

একটি শুভ্র সকাল

একটি জীবন অনন্ত জীবনে

চমৎকার প্রবাহিত হওয়া।

স্বাধীনতা তো সোজা হয়ে দাঁড়ানো

স্পষ্ট কথা বলা

গলা ছেড়ে গান গাওয়া

প্রাণ খুলে হাসা।

স্বাধীনতা তো একটি বিশ্বাস

আত্মবিশ্বাস হাজার মানুষের

যে চষে

যে ঘুরায়

যে ঠেলে

যে লেখে

এই সমস্ত হাতের শক্তির উৎস।

স্বাধীনতা তো আমি, আমার প্রেমিকা

আমার সন্তান এবং প্রিয়জন

এক সঙ্গে বাস করার মোক্ষম সু-সংবাদ!

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G